এস.এম.শামীম, দিঘলিয়া || খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লার স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় উপস্থিত অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মাহমুদ, দিঘলিয়া থানার এস আই রাজেত আলী, আড়ংঘাটা থানার এস আই মোঃ মিনহাজ, দিঘলিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সামসুন্নাহার খানম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি কিশোর কুমার দে, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ বাবু, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর ই, দিঘলিয়া পল্লী বিদ্যুতের ইনচার্জসহ আরো অনেকে।
উল্লেখ থাকে যে, দিঘলিয়া উপজেলায় এবার ৬১টি স্থানে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মের সব থেকে বড় অনুষ্ঠান এই দুর্গাপূজার সময়ে যেন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোথাও যেন কোন বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে ৬১টি পূজা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সবাইকে সচেতনতা বৃদ্ধি সহ সরকারি নির্দেশনা সমূহ আজকের এই সভায় অবহিত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।