নড়াইল প্রতিনিধি || নড়াইলে ৩ বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের সম্মেলন কক্ষে এ জেলার জন্য তিন বছর মেয়াদী অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাগণের পাশাপাশি নড়াইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন ।
সভায় নড়াইল জেলার কৃষি, শিক্ষা, মানবসম্পদ, আইন-শৃঙ্খলা, তথ্যপ্রযুক্তিসহ নানা ক্ষেত্রে পরবর্তী তিন বছরের জন্য করণীয় বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাঁদের সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে সুচিন্তিত মতামত, প্রস্তাব, পরামর্শ ইত্যাদি প্রদানের মাধ্যমে সভাটিকে ফলপ্রসূ করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখেন।জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নড়াইলকে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।