নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিানাঞ্চলের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ নবগঙ্গা ডিগ্রী কলেজের গভর্নিং বডির কমিটি ১৮ দিনে ৩ বার পরিবর্তন করা হয়েছে। এতে করে শিক্ষক ও শিক্ষাথীসহ এলাকার সাধারন জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্র মোতাবেক জানা গেছে, গত ১২/৯/২০২৪ তারিখের ২৮১২ নং স্মারকে নবগঙ্গা কলেজের এডহক কমিটিতে মোঃ টিপু সুলতানকে সভাপতি এবং মোঃ নজরুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করে এক প্রজ্ঞাপনে কলেজের অধ্যক্ষকে অবহিত করা হয়। ওই কমিটি ২১ সেপ্টেম্বর তারিখে কলেজে এক সাধারন সভা করেন। এদিকে গত ২৪/৯/২০২৪ ইং তারিখে ৩১৮২ নং স্মারকে এক পত্রে একই কলেজ পরিদর্শকের স্বাক্ষরে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের পরিবর্তে সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য পদে মোঃ আবুল হোসেনকে মনোনীত করে আরেক পত্র দেন।
সর্বশেষ গত ২৯/৯/২০২৪ তারিখে ৩৩৮৬ নং স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই একই কলেজ পরিদর্শক অপর এক পত্রে সভাপতি মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল হোসেনের কমিটি বাতিল করে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের কমিটি পুনঃর্বহাল করেন। এদিকে দীর্ঘদিন ধরে ওই কলেজের অধ্যক্ষ পদ শূন্য রয়েছে ।
নবগঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বলেন, সভাপতি পদ বার বার পরিবর্তন করায় তিনি কলেজের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এ ছাড়া কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী পদ নিয়ে ১৮ দিনে ৩ বার পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।