মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করা,আহতদের সঠিক চিকিৎসা সেবা প্রদান ও সুস্থতা পরবর্তী কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসিত করা এবং স্বৈরাচার হাসিনাকে উৎখাতের মাধ্যমে যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে শহীদের মর্যাদা প্রদান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি দুর্নীতিবাজদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অবৈধ ভাবে উপার্জিত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের উন্নয়নে কাজে ব্যবহার করতে বলেন ।আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন,সকল বন্ধকৃত মিল কলকারখানা চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ দিঘলিয়ায় অনুষ্ঠিত গণ সমাবেশে এ কথা বলেন।
ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলার সভাপতি মোঃ নুরুল হুদা সাজুর সভাপতিত্বে ৪ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত দোয়া ও গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান,জেলা সহ সভাপতি মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম সরদার, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা ফজলুল হক ফাহাদ, মুফতি আব্দুল মান্নান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ফরহাদ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।