নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে ভারতীয় পুরোহিত কতৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে ভারতের বিজেপি নেতার সমর্থন করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) লোহাগড়ার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল লোহাগড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সোহেল রানা, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান, আপ্যায়ন সম্পাদক তাহমিদ রহমান বাধন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ আরাফাত, সৈয়দ হযরত আলী, লোহাগড়া পৌর ছাত্রদল ৪নং ওয়ার্ড সভাপতি তাসনিম রহমান হৃদয়, সৈয়দ রাকিব,তামিম আহমেদ,নিরব প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত এবং তাকে সমর্থন করা বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।