ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || লেবাননের হিজবুলহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরালহ, হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাৎ, এবং নিরীহ ফিলিস্তিন ও লেবাননের জনগণের উপর বর্বরোচিত হামলা এবং দখলদার ইসরাইলে ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীকে সামনে রেখে খুলনায় স্ট্যান্ড উইথ প্যালেস্টাইনের উদ্যোগে শুক্রবার নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন আঞ্জুমান-এ-পাঞ্জতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, মাওলানা ড. আব্দুল কাইউম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা এহসানুল হক ও সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুলহ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,দখলদার ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ সংগ্রামীদের পবিত্র সংগ্রাম কেবল ইরানীদের জন্যই গর্বের নয় বরং বিশ্বের সমস্ত মুসলমানের জন্যও গর্বের উৎস। এই সংগ্রাম এবং এর সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেওয়া সকল মুসলমানের কর্তব্য। পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং ইসরাইলের অত্যাচারের তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে উপস্থিত জনতা হিজবুলহ ও হামাস নেতাদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় বের হয়ে ইসরাইল বিরোধী ও ফিলিস্তিন সমর্থনে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন সম্মিলিত ওলামা কেরাম এর সভাপতি মাওলনা ইব্রাহিম ফাইজুলহ
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।