মো: রাজু হাওলাদার,খুলনা প্রতিনিধি || খুলনায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শুভযাত্রা অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় খুলনা শিববাড়ি মোড় থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। দিবসটির এবারের প্রতিপাদ্য তরুণদের সম্পৃক্ত করি,উন্নত নগর গড়ি’। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি নানা পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং সফল ভাবে দিবসটি উৎযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা,পোস্টার ডিজাইন প্রতিযোগিতা এবং কার্টুন এনিমেশান প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।