মোঃরাজু হাওলাদার,স্টাফ রিপোর্টার || খুলনা ডুমুরিয়ায় বর্ষার পানি নিষ্কাশন না হওয়ায় পানিবন্দী লক্ষাধিক মানুষ যাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে কৃষি সেই কৃষি ফসল, ঘের পানির নিচে তলিয়ে পথে বসেছে খুলনার ডুমুরিয়া উপজেলা,ফুলতলা ও কেশবপুর এলাকার সাতটি ইউনিয়নের ৪০ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষ।নেই ঘরে খাবার আশ্রয়ের জায়গা। আজ এক মাস ধরে তারা পানিবন্দি।এই বদ্ধ পানি পচে গিয়ে বিভিন্ন রোগ দেখা দিয়েছে।সেই সাথে বিষাক্ত সাপের কামড়ে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধ।এই সমস্যার সমাধান দীর্ঘ পাঁচ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে বিগত দিনের সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র।
বটিয়াঘাটা নদীর মোহনা হতে সম্পূর্ণ ভদ্রা নদী পলি পড়ে ভরাট হয়ে গেছে। নদীটি খননের জন্য কয়েকবার বাজেট হওয়া সত্বেও খনন কাজ না করার কারণে সাধারণ মানুষ পানিবন্দী। ডুমুরিয়া উপজেলার কইয়া বাজার শৌলমারী খেয়াঘাট এলাকায় প্রফুল্ল বাবু নামের এক প্রভাবশালী আওয়ামী লীগের আমলে সে বিভিন্ন ক্ষমতার প্রভাব খাটিয়ে ভদ্রা নদীর চরে আনুমানিক ৫০ বিঘা জমি দখল করে নিয়ে ইটের ভাটা ও মাছের হ্যাচারি তৈরি করে সরকারকে ফাঁকি দিয়ে জনগণের অধিকার হনন করে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়া নদীর মাঝ থেকে সরু জায়গা দিয়ে পানি যেখান থেকে নিষ্কাশন হয় সেখানে ৪০ টা বড় গাছ পুঁতে মজবুত করে কাঠের পোল ইটের ভাটার গাড়ি যাতায়াতের জন্য করেছে। এবং সেই ব্রিজের জন্য সাধারণ মানুষের পারাপারে টোল বেআইনিভাবে আদায় করে সরকারকে ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
এই পোল তৈরির জন্য যে ৪০টি খুঁটি পোতা হয়েছে এই চল্লিশটি খুঁটির কারণে ঠিকমত পারি নিষ্কাশন হতে পারছে না বরং আরো বেশি পলি পড়ে সম্পূর্ণ নদীটি বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে বিভিন্ন শাকসবজি ফসল ঘের ঘরবাড়ি তলিয়ে সাধারণ কৃষক আজ পথে বসেছে। সাধারণ খেটে খাওয়া মানুষ প্রফুল্ল বাবুসহ তার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবী জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।