নড়াইল প্রতিনিধি || নড়াইলে পৃথক দুটি ঘটনায় দুই স্কুল ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী পিয়ালী অধিকারী নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সকালে নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিয়ালী সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর মেয়ে।
বীরেন অধিকারী জানান,পিয়ালী নড়াইল শহর থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে সোমবার সকালে ইজিবাইকে পোশাক জড়িয়ে গুরুতর আহত হয়। নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়ালী পড়ালেখার পাশাপাশি গান গায়ত। তার মৃতুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোক ছায়া নেমে এসেছে।
এদিকে,সাপের কামড়ে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এ্যানি রায়ের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ্যানির বাড়ি সদরের হিজলডাঙ্গা গ্রামে।
এ্যানির পরিবার জানায়, গত রোববার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর রাত ১২টার দিকে এ্যানিকে সাপে কামড় দেয়। এরপর ঘুম ভেঙ্গে এ্যানি তার বাবা-মাকে ডাক দেয়। এ সময় বিছানার চাঁদর সরানোর সময় বিষধর সাপ দেখা যায়।হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।