বাগেরহাট প্রতিবেদক || বাগেরহাট আন্তঃজেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে বাগেরহাট বাসস্ট্যান্ডে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: শামিম খান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মো:মিলন,যুগ্ন আহবায়ক মোঃ আশরাফ হোসেন (আশা) যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম, যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন (আনো) সদস্যসচিব মোঃ সাইফুল ইসলাম,সহ ১৩ সদস্য বিশিষ্ট আওয়ার কমিটি গঠন করা হয়েছে।
শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: শামিম বলেন,বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক মুক্ত।কোন চাঁদা বাজি থাকবেনা এই ইউনিয়নে।শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
বাস মালিক সমিতির আহবায়ক মশিউর রহমান সেন্টু বলেন,আমরা আশাবাদী তারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে।তারা শ্রমিক ইউনিয়নকে আরো ঢেলে সাজাতে কাজ করবে।
সভায় নবগঠিত এই সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। সভা দোয়া মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা নবগঠিত এই সংগঠনের নেতৃবৃন্দকে শ্রমিকদের সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে চলার আহবান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।