নিউজ ডেস্ক,ঢাকা || আগামী ২৬ অক্টোবর ২০২৪ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন।সোমবার (৭ অক্টোবর) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। মোট ২১টি পদে নির্বাচন হবে এবার। সভাপতি ১ জন,সিনিয়র সভাপতি ১ জন,সহ সভাপতি ৪ জন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।
তফশিল অনুযায়ী,আগামী ৯,১০ ও ১১ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর।
সভাপতি পদে ১ লাখ,সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার,সহ-সভাপতি পদে ৫০ হাজার ও সদস্য পদে ২৫ হাজার টাকা মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৬ অক্টোবর২০২৪ ঢাকার একটি পাঁচ তারকা হোটেল( ইন্টার-কন্টিনেন্টালে) সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ঐ দিন দুপুর ২-৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বাফুফে নির্বাচনে ভোটার সংখ্যা ১৩৩।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।