মোঃ রাজু হাওলাদার, খুলনা || গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ০৫ ঘটিকায় রূপসা থানাস্থ খুলনা সদর থানাধীন চাঁনমারী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন মো: সজিব ইসলাম এর (৩২) (রুপসা চানমারী বাজার, ২ নং গলি, থানাঃ খুলনা সদর , জেলাঃ খুলনা মোবাঃ ০১৭৮৭৯৪৮৬২১) বাসায় অভিযান/তল্লাশি পরিচালনা করা হয়।তল্লাশি করে বাসায় ০৩ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়। তবে কোন অস্ত্র পাওয়া যায়নি।গ্রেফতার সজিব ইসলামের বিরুদ্ধে ০৭ টি মামলা রয়েছে বলে জানা যায়।
ধৃত ব্যাক্তি সজীবের দেওয়া তথ্য মতে তার বাসা থেকে ১৬১৭ পিস ইয়াবা, এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা, ২১ টি মোবাইল সেট, ০১ টি ল্যাপটপ, ০৫ টি সিসি ক্যামেরা ও ০১ টি রাম দা জব্দ করা হয়।
এছাড়াও সজীবের সঙ্গে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত (ক) মো:ফয়েজ রাব্বী, পিতা-মো. আসাদুল গাজী,গ্রাম-নতুন বাজার,থানা+জেলা-খুলনা(সদর),(খ) ইয়াকুব (৪৫)চানমারি আলিয়া মাদ্রাসা রোড, রূপসা,(গ) মো: জিয়াউল ইসলাম জিয়া,পিতা-মো:জালাল গাজী,গ্রাম-দাকোপ,থানা-দাকোপ,জেলা-খুলনা,(ঘ) জামিলা বেগম (৩৮)পিতা: মোহাম্মদ তোয়েব আলী সিকদার, মাতা: মৃত রাবেয়া বেগম, সত্তার বড় মিয়ার গলি, রুপসা বেরিবাঁধ রোড, খুলনা সদর, খুলনা।নিম্নোক্ত ব্যক্তিদের রূপসা এলাকা হতে আটক করা হয়।পরবর্তীতে বর্ণিত ৫ আসামীকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
উক্ত যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।অপারেশন চলাকালে উক্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। অপারেশন পরবর্তি সকল বাহিনীর জনবল ও অস্ত্র-গোলাবারুদ সঠিক পাওয়া যায়।
ইয়াবা সম্রাট ও তাদের সহযোগীদের আটক করার ফলে উক্ত এলাকার জনগণ নৌবাহিনীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বর্ণিত আসামিদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।