এস.এম.শামীম দিঘলিয়া খুলনা || গতকাল ৭ অক্টোবর সোমবার সকাল থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ গুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা তিতুমীর এর ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান (এনডি), এনজিপি, পিএসসি।
পূজামন্ডপ গুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে দেখার জন্য ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান দিঘলিয়া উপজেলা চত্বরে পৌঁছালে দিঘলিয়া উপজেলার দায়িত্বে নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমন্ডার মোঃ মহিউদ্দিন মাহমুদ, (এস), বিএন (পি নং ২৬৫০) উপজেলার পুজামন্ডপ গুলির ভৌগলিক অবস্থান, ইউনিয়নগুলির পূজামণ্ডপ সংখ্যা ও স্থানীয়ভাবে পূজামন্ডপ গুলোতে শৃঙ্খলা রক্ষায় নেওয়া পদক্ষেপগুলির বর্ণনা দেন।
পূজা মন্ডপ সমূহ পরিদর্শন কালে দিঘলিয়া উপজেলায় নিয়োজিত যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মাহমুদ (এস), উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, লেফটেন্যান্ট আব্দুল বাছেদ পাঠান টুটুল (এক্স) এবং বাংলাদেশ নেভির বিভিন্ন পর্যায়ের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ তার সঙ্গে ছিলেন।
এছাড়াও দিঘলিয়ার সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ডাঃ সৈয়দ আবুল কাসেম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, মনিরুজ্জামান, এসএম মেহেদী হাসান, রুবেল, এস এম শামীম, শেখ শামীমুল ইসলাম, আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা পরিদর্শনে গিয়ে পূজা উদযাপন কমিটি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান
এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব এবার শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। পূজামন্ডপ গুলি পরিদর্শনকালে তিনি পূজামন্ডপে নিয়োজিত আনসার বাহিনীর সদস্যদের সজাগ দৃষ্টিতে সার্বক্ষণিক পালাক্রমে দিবারাতে পাহারা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।
তিনি পূজামণ্ডপ কমিটির গঠিত স্বেচ্ছাসেবকদের শান্তি শৃঙ্খলা রক্ষায় আনসারদের সাথে সর্বদা সজাগ দৃষ্টি রেখে ডিউটি পালনের পরামর্শ দেন। এ সময় তিনি সকল পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান করেন। এ সময় তিনি সার্বক্ষণিক যৌথবাহিনীর টহল টিমের মুভমেন্ট অব্যাহত থাকবে বলে জানান
পরে তিনি সাংবাদিকদের দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব চলাকালীন দিনগুলোতে গৃহীত পদক্ষেপগুলির ব্রীফ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।