তেরখাদা প্রতিনিধি || গত ৮ ই অক্টোবর~২০২৪ দুপুর ২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ৫১তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন,উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী । একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের শধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন দিপু,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান,সহকারী শিক্ষক শেখ তহিদুল ইসলাম,সুপার মাওলানা আলী আকবর,অবঃ ক্রীড়া শিক্ষক মুন্সি এনামুল কবির।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।