বাগেরহাট প্রতিনিধি || আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের আদাঘাট মাঠ প্রাঙ্গণে এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে শত শত মানুষের উপস্থিতিতে মনোরম পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন উজলকুড় ইউনিয়ন ও তালতলা ইউনিয়নের খেলোয়াড়রা। খেলায় এক এক গোলে সমতা হওয়ার কারণে টাইব্রেকার এর মাধ্যমে উজলকুড় ইউনিয়নের খেলোয়াড়রা বিজয় অর্জন করেন। খেলা শেষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ শামিমুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ী দল উজলকুড় ইউনিয়নের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন,আরাফাত রহমান কোকো ছিলেন এই ক্রীড়া অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। আর এই নক্ষত্রকে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ তিলে তিলে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মনোরম পরিবেশে খেলা উপভোগ করতে আসা দর্শনার্থীরা বলেন আমরা চাই প্রতিবছরই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত এ ফুটবল খেলা চলমান থাকুক।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।