সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মোঃ আসাদুজ্জামান (এনডি) পিএসসি বলেছেন , সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দ মুখার পরিবেশে সফলের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে চলেছে।
তিনি বলেন,পূজা পার্বন সহ খুলনার তেরখাদায় সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।তিনি বলেন,তেরখাদা উপজেলার সকল পূজা মন্দিরের রক্ষণাবেক্ষণে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে প্রশাসনের সকল বিভাগ।
তেরখাদাবাসীকে ভালো রাখা,ভালো থাকা,সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ সব বিষয়ে নৌবাহিনী সহ সকল প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে।
তিনি,তেরখাদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব অত্যন্ত সুষ্ঠু,শান্তিপূর্ণ এবং আনন্দ মূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নৌবাহিনীর কমান্ডার মোঃ আসাদুজ্জামান (এনডি) পিএসসি ১১ অক্টোবর ~২০২৪ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ছাগলাদাহ শ্রী শ্রী বুড়ো মায়ের গাছতলা পূজা মন্দির পরিদর্শন,মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,লেফটেন্যান্ট কমান্ডার হাসিবুল হাসান অনিক,লেফটেন্যান্ট আসিফ আরাফাত,সহকারি কমিশনার (ভূমি) আঁখি শেখ,থানার ওসি মোঃ ইমদাদুল হক,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন বেপারী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা,সাধারণ সম্পাদক শংকর কুমার বালা,মন্দির কমিটির সভাপতি সূর্যকান্ত ঢালী,সমীর কৃষ্ণ ঢালী।
এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নৌবাহিনী ক্যাম্প পরিদর্শন এবং ব্রিফিং করেন।পরে তিনি বারাসাত ইউনিয়নের ভুজনীয়া এবং আজগড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের অত্যন্ত সাহসিকতার সাথে এবং আনন্দ মূখর পরিবেশে পূজা উৎসব পালনের জন্য পরামর্শ এবং নির্দেশনা প্রদান করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।