অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে মোংলার প্রতিটা মন্ডবে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ পূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী নেওয়া হয়েছে। বিএনপি’র পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম। জেলার প্রতিটি মন্ডপে বিএপি’র পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কমিটি করা হয়েছে।
গত (৯ অক্টোবর) বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং (১২ অক্টোবর) শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। এর আগে গত (২ অক্টোবর) বুধবার মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু।
এ বিষয়ে চটেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম হালদার বলেন, ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এখানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার এই সময়ে আমরা বিশেষভাবে সজাগ রয়েছি বা থাকবো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মোংলার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছি।
মোংলায় সর্ব বৃহৎ পূজা উদযাপিত হচ্ছে, প্রতিটা মন্দিরে বিএনপির পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনের চেয়ে এবছর হিন্দু ধর্ম অবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।