ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। এর মধ্যে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার আশপাশে। এ ছাড়া কাঁচা মরিচ, পেঁয়াজ, বিভিন্ন ধরনের মাছ, ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দামও আগের তুলনায় বেশি।
বিক্রেতারা জানান,বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। আর হঠাৎ করে সবজি, ডিম ও মুরগির দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন গ্রাহকেরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ময়লাপোতা, নিউমার্কেট, রুপসা, গল্লামারি, কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গতকাল সন্ধ্যায় খুলনার নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারে ঢুকতেই সবজির বাড়তি দামের আঁচ পাওয়া গেল। দাম নিয়ে এক সবজি বিক্রেতার সঙ্গে তর্কে জড়ান স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম । তিনি সেখান থেকে ১৪০ টাকা দরে আধা কেজি বরবটি ও ১৫০ টাকা দরে এক কেজি বেগুন কিনেছেন। নজরুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগেই বেগুন ও বরবটির দাম ১০০ টাকার নিচে বা আশপাশে ছিল।
গতকাল সন্ধ্যায় বাজারভেদে করলা, ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা, পটোল, ঢ্যাঁড়স ৮০–১০০ টাকায়; কাঁকরোল ১০০–১২০ টাকায়; বরবটি ১৩০–১৪০ টাকায়, ধরনভেদে বেগুন ১০০–১৬০ টাকায় ও টমেটো ২৬০–২৮০ টাকায় বিক্রি হয়েছে। সবজির মধ্যে ৫০ টাকার নিচে দাম রয়েছে পেঁপের, কেজি ৪০ টাকা। অবশ্য খুলনার কাচাবাজারের মতো বড় বাজারে সবজির এ দাম আরও কিছুটা কম।
এদিকে দুই সপ্তাহ আগেও বাজারে ১৮০–২২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনা যেত। গতকাল খুচরা বাজারে সর্বোচ্চ ৩২০–৩৫০ টাকায় মরিচ বিক্রি হয়েছে। মাঝখানে মরিচের দাম ৫০০ টাকাও ছুঁয়েছিল। বাজারে ধনেপাতার দামও চড়া; প্রতি কেজি ৪০০–৫০০ টাকা। এ ছাড়া কলমিশাক,লালশাক, ডাটাশাক, পুঁই-শাক সহ বিভিন্ন শাকের দামও (মুঠি) ১০–১৫ টাকা করে বেড়েছে। মসলা পণ্যের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। গতকাল খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০–১২৫ টাকায় ও আমদানি করা পেঁয়াজ ১০০–১১০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আদা, রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে।
সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন,দামের বেশি হওয়ার কারণে গ্রাহকেরা আগের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন ক্রেতারা।বিক্রি কম হওয়ায়,লাভ তেমন হচ্ছেনা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।