মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিসর্জনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতৃত্বে গঠিত টিম পুজা কমিটির সাথে শান্তিপূর্ণভাবে পুজা উৎসব করতে সার্বিক সহযোগিতা করছেন। উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩২ মন্দিরে পুজা করা হচ্ছে। ৫ আগষ্ট সরকারের পট পরিবর্তনের পর পুজা উৎসব পালণ করা নিয়ে অনেকেই অজানা আতঙ্কে ভুগছিল।
যা প্রশাসনের দিক নির্দেশনায়,এবং বিএনপির সার্বিক সহযোগিতায় মন্দিরে মন্দিরে আনন্দচিত্তে প্রতিমার কাজ শুরু হয়। মন্দিরাঙ্গনে যেমন চোখ ধাধানো আলোকসজ্জা ও উপসে পড়া নারী পুরুষের ভীড় দেখা যায়।তেমনি সকল সম্প্রদায়ের লোকের উপস্থিতিতে পাইকগাছা উপজেলা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এব্যাপরে কথা হয় উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্দা সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি জগদীশ রায়ের সাথে। তিনি বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে পুজা করতে পেরে আমরা খুবই আনন্দিত।সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক বলেন, একটি বিশেষ চক্র চেয়েছিল পুজার এই সুন্দর পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে। কিন্ত আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বুকুল ও আজিজুল বারী হেলালের দিক নির্দেশনায় সকল মন্দিরে কমিটি গঠন করে দিয়েছি। যারা পুজা কমিটির সহযোগী হিসেবে দায়িত্ব পালণ করায় অপশক্তিদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটাকে প্রাণবন্ত করতে প্রশসানের সাথে সকলের সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা পরিদর্শনকালে জানান উপজেলায় শান্তিপুর্ন ও আনন্দঘন পূজা উদযাপন হচ্ছে প্রসাশনকে সর্বদা সবসময় পাশে পাবেন।এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,সেনাবাহিনী,অফিসারবৃন্দ,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।