ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীর ঐতিহ্যবাহী খেলার মাঠ নষ্ট করে মেগা প্রকল্প বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সিএন্ডবি কলোনীবাসী। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নিজাম উদ্দিন নাজিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম,সাংবাদিক সোহরাব হোসেন, মাহমুদ আলী নান্নু, রনি,সাইফুল ইসলাম সেফুল, হারুন অর রশিদ,ওমর উদ্দিন,শেখ খোকন,মেহরাব হোসেন বাবু, মোঃ সেলিম,শিক্ষার্থী আব্দুলাহ বুখারী,আব্দুলা-আল জাবিরসহ এলাকার নারী-পুরুষ ও কোমলমতি শিশু খেলায়াড়রা।
এসময় বক্তারা বলেন,খুলনা শহরের ঐতিহ্যবাহী খেলার মাঠটি সংশ্লিষ্ট সাবেক সরকারের কিছু অসাধু কর্মকর্তার খামখেয়ালী সিদ্ধান্তের কারণে আজ নষ্ট হতে চলেছে। খুলনার একটি সভ্য সমাজের দ্বার বন্ধ করে এই আত্মঘাতি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প গহণের আগে একাধিক স্থান দেখা হলেও মহল বিশেষ সাবেক সরকারকে খুশি করতে সিএন্ডবি কলোনীর প্রবেশ্লারের মাঠসহ প্রায় ২৪ বিঘা জমি প্রকল্পের আওয়তায় নিয়ে এসেছে। অতি সপ্রতি সেটি বাস্তবায়নের জন্য টেন্ডারসহ অন্যান্য কাজ শুরু করেছে, সংস্কৃতি ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ওই সব কর্মকর্তারা বলছেন, প্রকল্প থেকে বঙ্গবন্ধু শব্দটি বাদ দিয়ে অন্য নামে হবে। মোট কথা মেগা প্রকল্প করে সেখানে লুটপাটের উৎসব হবে।
বক্তারা বলেন,বর্তমান সরকার সার্বিক অর্থনীতির দিক বিবেচনা করে ইএতামধ্যে অনেক অপ্রয়োজনীয় মেগা প্রকল্প থেকে সরে আসলেও অজ্ঞাত কারণে এই প্রকল্পটি কেন চালু করতে যাচ্ছে তা বোধগম্য নয়। বক্তারা অবিলম্বে প্রকল্পটি অন্য কোথাও নিয়ে বাস্তবায়ন এবং খেলার মাঠটি রক্ষা করার আহবান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।