বেনাপোল প্রতিনিধি || যশোরের ঝিকরগাছার পল্লিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর বাড়িতে গচ্ছিত নগদ ২১ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন ফরিদা খাতুন (৪২) নামের ৩ সন্তানের জননী।
এদিকে স্ত্রীকে ফিরে পেতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী উপজেলার কুমরি গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে গোলাম মোস্তফা।
অভিযোগে জানা যায়,পাশ্ববর্তী কলারোয়া কেরালকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় এলাকার মৃত আব্দুল হামিদের বড় মেয়ে ফরিদা খাতুনের সাথে ঝিকরগাছা কুমরি গ্রামের গোলাম মোস্তফার সাথে বিবাহ হয়।
সংসার জীবনে তাদের দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুন বাড়িতে থাকা অবস্থায় ইচ্ছা মত চলাফেরা করতো।এতে বাধা প্রদান করতে গেলে গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুনের সাথে ঝগড়া ও বিবাদে জড়াত।
এরই দ্বন্দ্বের জের ধরে গত ৬ই অক্টোবর ফরিদা খাতুন কাউকে কিছু না বলে বাড়ি থেকে নগদ ২১ হাজার টাকা ও তার ব্যবহৃত কাপড় চোপড় নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।এমতবস্তায় গোলাম মোস্তফা তার স্ত্রীকে খুজে পেতে ব্যার্থ হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে বলেছেন তদন্তের জন্য এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।