অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উন্নয়নমূলক ফাউন্ডেশন একতা সংঘের উদ্যোগে অসহায়,দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মোংলার মিঠাখালী ইউনিয়নের দওেরমেঠ এলাকার ১০’টি অসহায়,দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলেন- চাল, ডাল, তেল, লবণ’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
এ ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একতা সংঘের প্রতিষ্ঠাতা প্রণয় শিকদার ও সভাপতিত্ব করেন একতা সংঘের অন্যতম সদস্য হাফিজুর রহমান।
এ বিষয়ে একতা সংঘের অন্যতম সদস্য হাফিজুর রহমান বলেন, এবারের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নেই, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার। আমরা এই বন্যায় বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। তারই অংশ হিসেবে আজকের এই শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবারের মতোও আগামী দিনে তাদের জন্যেও আমাদের একতা সংঘের সদস্যদের সামর্থ্য অনুযায়ী উপকরণ বিতরণ করা হবে।
এ বিষয়ে তিনি আরও বলেন,আমরা এবার শারদীয়া দুর্গাপূজায় বিভিন্ন স্থান থেকে আশা তৃষ্ণার্ত পথচারী’সহ সবার জন্য সুপেয় ও নিরাপদ পানির সুব্যবস্থা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। একতা সংঘের সদস্যদের সুপরিকল্পনায় আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। দেশের প্রতিটি এলাকায় বর্তমানে নিম্ন আয়ের মানুষের পাশে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানরা এগিয়ে এসে সাহায্য সহযোগিতা করা উচিত।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,একতা সংঘের সদস্য সুমন রায়, পরশ মন্ডল,আসাবুর রহমান মুক্ত,জিসান মন্ডল,তানজিলা আক্তার,তন্বী খাতুন ও পুস্পা আক্তার প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।