মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘প্রেসক্লাব কয়রা’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রথম আলোর সাংবাদিক ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের সম্মতিতে দৈনিক সমকালের সাংবাদিক শেখ হারুন অর রশিদকে আহ্বায়ক,দৈনিক ভোরের কাগজের সাংবাদিক শেখ সিরাজুদ্দৌলা লিংকনকে যুগ্ম আহ্বায়ক ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক কামাল হোসেনকে সদস্যসচিব ঘোষণা করা হয়।
সভায় দ্রুত সময়ের মধ্যে কয়রায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।