অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || পরিচ্ছন্ন জ্বালানি শক্তির সমাধান,টেকসই উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্পের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন বৃদ্ধি করতে মোংলায় ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়েছে।
সোমবার(১৪ অক্টোবর)সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সংগঠন,পরিবেশবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই ফোরাম গঠিত হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ সেলিম, সহ-সভাপতি এম এ সবুর রানা’কে নিয়ে ১৭’জন সদস্য বিশিষ্ট ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়।
সভায় বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত ৯৩৬ একর অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্প গ্রহণের দাবি জানান।
এ সভায় বক্তারা বলেন,ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা এই অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্পে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিমালা সংস্কারের পক্ষে কাজ করবে। এটি সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং স্থানীয় জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে মোংলা রামপাল নবায়নযোগ্য শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে।
এ সভায় বক্তারা আরও বলেন,জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে একটি পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যতের দিকে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে।
এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ মোঃ সেলিম, ড. অসিত বসু,সাংবাদিক নেতা পরিবেশকর্মী এম এ সবুর রানা, উন্নয়নকর্মী সোহেল রানা,প্রবীর মন্ডল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মোল্লা আল মামুন,সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন,নারীনেত্রী ফাতেমা জান্নাত,মাসুদা আক্তার,ইয়ুথ লিডার রাকেশ সানা,শাহীন খলিফা,ডলার,সাব্বির হাসান দীপ্ত প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।