মোঃ রাজু হাওলাদার,খুলনা || সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’এই প্রতিপাদ্যে আজ সকালে খুলনার খালিশপুরে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন),আবু সায়েদ মোঃ মনজুর আলম।
বিএসটিআই,খুলনার উপ-পরিচালক ও মোঃ আলাউদ্দিন হুসাইন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,উপ-পুলিশ কমিশনার বি.এম নুরুজ্জামান বিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক তাছলিমা আক্তার,ক্যাব খুলনার
সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড।
এ সময় প্রধান অতিথি বলেন,বিএসটিআই কর্তৃক সব ধরনের পণ্যের মান নিশ্চিত করতে উৎপাদিত পণ্যের প্রতিষ্ঠান ও ভোক্তা পর্যায়ে সেবা প্রদানের মানসিকতা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,সাধারন ভোক্তাসহ বিএসটিআই এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দরাও উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।