ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন।খুলনা-যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোদের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর২৪) দুপুরে ক্রিসেন্ট জুট মিল গেট সংলগ্ন বিআইডিসি রোডে ক্রিসেন্ট মিল কারখানা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় খুলনা খালিশপুরস্থ ক্রিসেন্ট,প্লাটিনাম,খালিশপুর, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিল শ্রমিকরা ক্রিসেন্ট গেটের সামনের সড়কে অবস্থান কর্মসূচি ও পালন করেন।
এ সময় ক্রিসেন্ট জুট মিল কারখানা শাখার সিনিয়ার সহসভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খুলনা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল,কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসেদ আলম শমসের,মহানগর বিএনপি সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস,মহানগর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শেখ আল-আমিন, মহানগর বাসদের সদস্য সচিব কোহিনুর আক্তার কনা,ইস্টার্ন জুট মিলের শ্রমিক নেতা অলিয়ার রহমান,ক্রিসেন্ট কারখানা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়ার সহসম্পাদক আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের,কোষাধ্যক্ষ মো. সেলিম,দপ্তর সম্পাদক সুমন খন্দকার ও শামীম আহম্মেদ প্রমুখ ব্ক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৪ বছর রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ হলেও এখনও পর্যন্ত খুলনার ৫টি জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে বিজেএমসির আওতাধীন সব পাটকল চালুসহ শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।