ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর সদর ও সোনাডাঙ্গা থানায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নকল পণ্য সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযানে সোনাডাঙ্গা থানার ফরাজি পাড়া এলাকায় ওষুধ, মুরগি, ডিমের ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। এ সময় সিদ্দীকিয়া পোল্টি এ্যান্ড মেডিকেল হল-কে নকল পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১২ হাজার টাকা, মেসার্স ওয়েসিস পোল্ট্রি এলাইড-কে ২ হাজার টাকা ও সাউথ সেন্ট্রাল রোড এলাকার মেসার্স মেসার্স জসীম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।