আমজাদ হোসেন নওগাঁ || অন্তর্বতী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তির অভিপ্রায়ের প্রতিবাদে চেয়ারম্যান ফোরামের উদ্যোগে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ আক্টোবর) বেলা ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের সঞ্চালনায় এবং চেয়ারম্যান ফোরামের সভাপতি ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান এস এম গোলাম আজম,ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান,মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুজ্জামান (বুলবুল)সহ বিভিন্ন ইউনিয়নের নারী সদস্যরা।
এসময় মানববন্ধনে বক্তরা বলেন,স্বচ্ছ ও বৈধ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।তাই পূণরায় নির্বাচনের মাধ্যমে পদ বিলুপ্তির দাবি জানিয়েছেন তারা।এছাড়াও স্থানীয় সকল সমস্যা নিরসনের জন্য স্থানীয় প্রতিনিধিরা কাজ করে থাকেন।তাই সমস্যা নিরসনের হাতিয়ারদের পদ শূন্য না করার আহ্বান জানান স্থানীয় সরকারের উপদেষ্টাকে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ স্থানীয় সরকারের উপদেষ্টা বরাবর এক স্মারক লিপি প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।