মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬)ই অক্টোবর দুপুরে পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুকুরের মধ্য থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মূল্য প্রায় ৬ লক্ষ্য টাকা।
বেনাপোল পোর্ট থানার এসআই লিখন কুমার সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,দৌলতপুর একটি পুকুরের মধ্যে অজ্ঞাত মাদক ব্যবসায়ীরা অবৈধ ফেনসিডিল মজুদ ও ক্রয়-বিক্রয় করে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে,বিশেষ কায়দায় রক্ষিত ৩শত বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্ত বেনাপোলে পোর্ট থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে, একটি মাদক মামলা রুজু হয়েছে এবং অজ্ঞাত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।