মোঃ রাজু হাওলাদার, খুলনা || উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কিছুটা উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়ে,পূর্ব মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।
সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা সর্বোচ্চ দমকা হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, সাগর ঐ স্থানে কিছুটা উত্তাল আছে।
এটি আজ সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মংলা সমুদ্র বন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এটি পরবর্তী ১২ ঘন্টার মধ্যে নিম্নচাপ,২৪ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং আগামী ১-২ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সিস্টেম টি ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নামকরণ করা হবে ঘূর্ণিঝড় ডানা।এর ফলে সর্বোচ্চ সতর্ক সংকেত ১০ হতে পারে মংলায়।
২৩ থেকে ২৬ অক্টোবর পর্যায়ক্রমে দেশের অধিকাংশ এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দেশে বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড় ডানার অবস্থান এখনও বেশ দুরে থাকায় দেশের আকাশ এখনও পরিস্কার আছে, তবে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে চট্টগ্রাম ও দেশের উপকূলীয় এলাকা দিয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা পরবর্তীতে দেশের অনেক এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। এর প্রভাবে, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় প্রবল বৃষ্টিপাত এর আশঙ্কা করা হচ্ছে।
আগামী ২৪ই অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি একটি তীব্র(SCS) ঘূর্ণিঝড় হিসাবে দীঘা(WB) থেকে বরিশাল (BD) উপকূলের মধ্যে আঘাত হানতে পারে। তবে বেশি সম্ভাবনা ২৪ পরগনা ও সাতক্ষীরা তৎসংলগ্ন উপকূল।সাগরে উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকায় এটি উপকূলে আঘাত হানার আগ পর্যন্ত শক্তি বৃদ্ধি করতে পারে। বর্তমান এনালাইসিস অনুযায়ী এটি সর্বোচ্চ ক্যাটেগরি ১ মানের ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত একটানা হতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।