এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা || দিঘলিয়ার পথের বাজারে ১০টি দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।এঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে।দিঘলিয়ার ঐতিহ্যবাহী পথের বাজার এ জমি জমা নিয়ে পূর্ব কলহের জের ধরে ২০শে অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে একদল দুষ্কৃতকারী বাজারের ১০টি দোকান ভাঙ্গচুর করে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।খবর পেয়ে নৌবাহিনীর টহল টিমের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৬ জনকে গ্রেপ্তার করে।পরে নৌবাহিনীর টিম আটকৃত ৬ জনকে দিঘলিয়া থানায় হস্তান্তর করে।
দিঘলিয়া থানায় মামলার বিবরণে জানা যায়,জমিজমা সংক্রান্ত পূর্ব কলহের জের ধরে এ ঘটনা ঘটে।সেনহাটি ইউনিয়ন এর হাজিগ্রাম এলাকার বাসিন্দা আ:ওহাব শেখ, জুয়েল শেখ ও সোহাগ শেখ এর নেতৃত্বে ৪০/৫০ জন দেশীয় অস্ত্র,রামদা,চাইনিজ কুড়াল,সাবোল,লাঠি সোটা নিয়ে ১০টি দোকান ভাঙচুর ও দোকানের মালামালের ক্ষয়ক্ষতি চালায়। এ সময় দোকান মালিকগণ বাধা দিতে গেলে তাদেরকে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।এ ঘটনায় আটককৃত ৬ জন হলো, ১।আ:ওহাব শেখ (৬০),২।জুয়েল শেখ (৩৩) ৩। সেলিম শেখ (২৬) ৪।সোহাগ শেখ (৩৫) ৫। কবির শেখ (২২) ৬।এনামুল শেখ(৪০)।এ ঘটনায় আব্দুল আহাদ শেখ (২৮) বাদি হয়ে দিঘলিয়া থানায় না উল্লেখ করে অজ্ঞত ২০/২৫ জনকে আসামী করে ১৪৩/৩২৩/৩৫৪/ ৪২৭/ ৩৮০/৫০৬/১১৪/ধারায় একটি মামলা দায়ের করেন মামলা নং- ০৫ তাং-২০/১০/ ২৪ ইং।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।