মোঃ রাজু হাওলাদার,খুলনা || গত ২০ অক্টোবর ২০২৪ রবিবার রাত ৮ টায় খুলনার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্য নিকেতনে খুলনা বিভাগীয় শিল্পী কল্যাণ সংস্থার আয়োজনে খুলনার বিভিন্ন শ্রেণির শিল্পী বৃন্দ একত্রিত হয়ে সকলের সম্মতিতে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন হয়। ১/ অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান (উপদেষ্টা) ২/ মোহাম্মদ মোখলেসুর রহমান বাবলু (উপদেষ্টা ) ৩/ শেখ সিরাজুল ইসলাম (উপদেষ্টা ) ৪/ মোল্লা আলী আহমেদ (উপদেষ্টা ) ৫/ বাবু অশোক কুমার মন্ডল (উপদেষ্টা ) ৬/ মোঃ শফিকুল ইসলাম তোজু (উপদেষ্টা ) ৭/ মোহাম্মদ ইলিয়াস হোসেন সরদার (উপদেষ্টা ) এই সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর মতামতের ভিত্তিতে তেরো সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
আহবায়ক,এম রোমানিয়া,সদস্য সচিব কিশোর কুমার সরকার ,সদস্য মোঃ মিশারুল ইসলাম,সদস্য সুমন কুমার মন্ডল , সদস্য আনিসা ন্যান্সি,সদস্য নজরুল ইসলাম,সদস্য নন্দিনী রুমা,সদস্য সঞ্জয় কুমার মল্লিক,সদস্য দীপ্তি মন্ডল , সদস্য মুন্নি আক্তার,সদস্য এইচএম আলমগীর,সদস্য তৈয়ব আলী পর্বত। খুলনার অসহায় দরিদ্র ও সকল শ্রেণীর শিল্পীদের পাশে দাঁড়িয়ে শিল্পীদের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় নিয়ে পদযাত্রা শুরু হলো খুলনা শিল্পী কল্যাণ সংস্থা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।