পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || যশোরের কেশবপুরে সমাধানের সংস্থার উদ্যোগে গাভী পালন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও সমাধান সংস্থার আয়োজনে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ইমাননগর গ্রামের সাত (৭) জন দরিদ্র নারীদের নিয়ে গাভী পালন বিষয়ক একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও সমাধান সংস্থার বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় প্রথম মেয়াদে গাভী পালন কর্মসূচি প্রকল্পের আওতায় এই প্রকল্প অবহিতকরণ সভার রিসোর্স পারসন হিসেবে সভা পরিচালনা করেন সমাধান সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র ম্যানেজার মুনছুর আজাদ।
সভায় গাভী পালন কর্মসূচি প্রকল্পের নিয়মকানুন ও উপকারভোগীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রকল্পের আওতায় ৭ জন দরিদ্র নারী উপকারভোগীদেরকে পরবর্তীতে গাভী পালনের উপর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং বিনামূল্যে ৭ টি গাভী গরু ক্রয় বাবদ অনুদান প্রদান করা হবে বলে জানান কর্মকর্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।