মোঃ রাজু হাওলাদার, খুলনা || তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টেন্ডারবাজ,চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের হোতা শেখ মোহাম্মাদ মহসিন এর অপসারনের দাবিতে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তারা তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মাদ মহসিন এর সকল অপকর্মের বর্ণনা তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।এ সময় তারা চেয়ারম্যানের কক্ষে তালা মেরে দেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত থাকেন মোঃ জামাল মুন্সি মধুপুর ইউনিয়নের যুবদলের সভাপতি। আরাফাত রহমান সভাপতি-ছাত্রদল। এছাড়া মধুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।এছাড়া মধুপুর ইউনিয়ন এর বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,কৃষক দল এবং দুপুর ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা মানববন্ধন শেষে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।