তেরখাদা প্রতিনিধি || গত মঙ্গলবার(২২ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী খুলনা জেলার তেরখাদা থানার ০৫ নং তেরখাদা ইউনিয়নের আদমপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো:মেহেদী হাসান রাজু এবং তার মা ডেইজি বেগম কে আটক করা হয়। পরবর্তীতে রাজুর দেয়া তথ্য মতে বাড়ির বিভিন্ন জায়গা হতে ইয়াবা,দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের বিভিন্ন সরন্জামাদি উদ্ধার করা হয় ।
উক্ত অভিযানে তেরখাদা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিদেরকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য,বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে’ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।