ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের উদ্যোগে রোববার ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হয়।
র্যালি ও বৈজ্ঞানিক সেমিনারে সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাম্মেল হোসেন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোস্তফা কামাল, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিধান চন্দ্র গোস্বামী, হাসপাতাল পরিচালক ডাঃ এম এ আলী,উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাসুদ ইমতিয়াজ,অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এ এইচ এস এম কামরুজ্জামানসহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক,সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার,সহকারী রেজিস্ট্রার,মেডিকেল অফিসার, ইন্টার্ন চিকিৎসক,কলেজের শেষ বর্ষের ছাত্র-ছাত্রী, হাসপাতালের নার্সিং বিভাগের সুপারভাইজার ও সার্জারী বিভাগের নার্সগণ অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।