মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনার খালিশপুর এলাকার জাহিদ হোসেন হত্যা মামলায় ৫ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুর দেড়টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আব্বাস আনছারী, মো. নশু ফারাজি, মো. রিয়াজ, মো. নাদিম ও মো. জব্বার।
আদালত সুত্র জানা যায়, নিহত জাহিদ খালিশপুর হাউজিং এস্টেট এলাকার সাব্বির হোসেনের ছেলে। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর রাতে তিনি বঙ্গবাসী মোড়ে যান। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই মো. সুমন বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৪/৫ জনকে আসামি করে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ১২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।