মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা কালীবাড়ি বাজারে দত্ত জুয়েলার্স নামক একটি জুয়েলার্সে সঙ্ঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়েছে।
আজ দুপুর দেড়টার দিকে ৪-৫ জনের একদল দুর্বৃত্তরা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে জুয়েলার্সের ভেতরে প্রবেশ করে।
এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই দোকান মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও দোকানের স্বর্ণালংকার লুট করে সাদা একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত স্থান ত্যাগ করে।এ ঘটনায় দুজন পথচারীসহ দোকান মালিকের ছেলে আহত হয়েছে।
এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক প্রচেষ্টায় পার্শ্ববর্তী খানজাহান আলী থানা এলাকার পথের বাজার চেকপোষ্টে গাড়ির ড্রাইভারসহ গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।