তেরখাদা প্রতিনিধি || মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৬ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার শেখপুরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শেখপুরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখ নিজ বাড়ি থেকে মাদক ও অন্যান্য সরঞ্জামসহ আটক হয়েছে।
সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা (জি) বিএন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের নিয়ে শেখপুরা এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় শেখপুরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেন।
তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর নিজ বাসগৃহ থেকে ৫১০ পিস ইয়াবা,৪টি মোবাইল সেট,নগদ ২৮৫০ টাকা,একটি ছুরি,একটি দেশী তৈরি দা উদ্ধার করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়,মোঃ মাহবুব শেখ দীর্ঘদিন ধরে আজগড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।মাহবুব শেখ শেখপুরা পশ্চিম পাড়া এলাকার মৃত টুকু শেখের পুত্র।তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সূত্র জানায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।