কয়রা প্রতিনিধি || মাষ্টার শাহানূর আলম তাঁর পরিচিত নাম। পূর্ণ নাম প্রভাষক শেখ শাহানূর আলম। বাবার নাম শেখ মতিউর রহমান, মায়ের নাম আনঞ্জুয়ারা বেগম। তাঁর সহধর্মিণী মরিয়ম খাতুন এবং একমাত্র সন্তান তাসনিম আবিদ ত্বোহা। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। ২০১৮ সালে ৮ই ফেব্রুয়ারি তাঁর বাবা হার্ট অ্যাটাক এ মারা যান। তিনি ১৯৮৫ সালের ১লা ডিসেম্বর কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামে তাঁর নানা বাড়িতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৩নং কয়রা গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন।
লেখাপড়ায় হাতেখড়ি বতুল বাজার সঃপ্রঃ বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষা শেষ করেন কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০০১ সালে। উচ্চ মাধ্যমিক কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে। বি এসএস সরকারী সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। ২০০৮ সালে এমএসএস শেষ করেন বিএল কলেজ খুলনা থেকে। লেখাপড়া শেষ করে বর্তমানে তিনি কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজে প্রভাষক পদে জব করছেন। তিনি খুলনা TTI থেকে ict বিষয় ট্রেনিং গ্রহন করেন।তিনি আইসিটি গবেষণার পাশাপাশি একজন আইসিটি লেখক। কবি শাহনুর আলমের শৈশব জীবন। তিনি দারিদ্র্যতার মধ্য দিয়ে পড়াশোনা শেষ করেন।পড়াশোনা পাশাপাশি তিনি বিভিন্ন বিষয় নিয়ে ছড়া ও কবিতা লিখতেন। তাঁর প্রথম কবিতা “বাংলার কৃষক”। যে কবিতার মধ্যে কৃষকদের বাস্তব জীবনের মর্মান্তিক দূর্দশার চিত্র ফুটে উঠে।তাঁর লেখা কবিতাটি-
বাংলা কৃষক
(শাহানূর আলম)
সহজ সরল নামটি তাঁদের
একটি নামেই পরিচয়-
তাঁদের জন্য বেঁচে আছি
আমরা সবাই এ-ই দুনিয়ায়।।
ছিন্ন বসনে চলে তাঁরা
আধা অন্ন পেটে-
কাজটি তবু করে তাঁরা
নিজু নাহি পরের মাঠে।
কন্ঠ তাঁদের গেয়ে ওঠে
দু:খ-বেদনার ছলে-
মস্তক হতে শিশির ধারা
পড়ে চরণ তলে।
বীজটি রোপে ভূমি হতে
প্রভুর নাম দিয়ে-
পায় না হিসাব সঠিকভাবে
সেই না ফসল নিয়ে।
দেশটি আমার অতি গরীব
তবু আছে বেঁচে-
কৃষক হলো দেশের প্রাণ
জীবন দিলো শেষে।
সেই লেখালেখির নেশায় আজ তাঁকে দিয়েছে নতুন এক পরিচয়। সন্ধান প্রকাশনী তাঁর লেখা ১০টি ছড়া ও কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ প্রকাশ করছেন (বিশ্বাসের ঘরে ছলনার দেওয়াল ও রক্তে বিজয়)। আগামী ২০২৫ সালে ঢাকার বইমেলায় কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত করবে। প্রকাশনী কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহনূর আলম এর লেখা তারা দেখছেন তাঁর লেখায় আলাদা একধরনের যাদু রয়েছে। শাহানূর আলম এর লেখায় তারুণ্যের হৃদয়ে দারুণ ভাবে স্থান পাবে বলে মন্তব্য করেন। তারা আরো বলেন, নব্য লেখক হিসেবে শাহানূর আলম এর ১০টি ছড়া ও কবিতা, ২টি কাব্যগ্রন্থে ২৫শে-র বইমেলায় তারা প্রকাশিত করবেন এবং লেখক সনদ ও ক্রেস্ট প্রদান করবেন।
বিষয়টি নিয়ে মাষ্টার শাহানূর আলম বলেন, তাঁর লেখা ছড়া ও কবিতা প্রকাশনীকে আকৃষ্ট করছে ও ২০২৫ সালের বইমেলায় আমার লেখা ছড়া ও কবিতা গুলো ২টি কাব্যগ্রন্থে প্রকাশ পাচ্ছে, খবরটি জানতে পেরে আমি অনেক খুশি ও আনন্দিত। তাই তিনি সন্ধান প্রকাশনীকে তাঁর লেখা প্রকাশ, লেখক সনদ ও ক্রেস্ট প্রদানের জন্য প্রকাশনী কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।