মোঃ মাহাতাবুর রহমান,ঢাকা || ডঃ নাজমুল আহসান কে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।তিনি খুলনাস্থ খালিশপুরের কৃতি সন্তান।
ছোট বেলা হতে অসম্ভব মেধাবী এই নাজমুল আহসানের পিতা ছিলেন স্যাটেলাইট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। ডঃ নাজমুল আহসান ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৮৩ সালে এসএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৮৫ সালে বিএল হতে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ফিসারিজে ফার্স্ট ক্লাস থার্ড হয়ে অনার্স ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে মাষ্টার্স পাস করেন। এরপর জাপানের টোকিও ইউনিভার্সিটি হতে পিএইচডি সম্পন্ন করেন।
কর্মজীবনে তিনি ১৯৯৫ সাল হতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন। তিনি মেরিন এন্ড ফিসারিজ রিসোর্স টেকনোলজির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
আমরা তাঁকে খুলনার খবর পরিবারের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।