মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় ফুটপাতে অবৈধ অস্থায়ী দোকানপাট নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা জাহান স্বর্ণা এর নেতৃত্বে এবং সার্বিক পরিচালনায় কেসিসির স্টেট অফিসার গাজী সালাউদ্দিন অবৈধ ফুটপাট অপসারণ অভিযান করেন। যাহা সদর থানার মধ্যে নগর ভবন হতে হাদিস পার্ক যশোর রোড আহসান আহমেদ রোড-খানজাহান আলী রোড-জাতিসংঘ পার্ক-সাতরাস্তার মোড় হানিফ কাউন্টারের সামনে ময়লাপোতার মোড় (মাংস দোকান) ফারাজী পাড়া রোড-খানজাহান আলী রোড,ফেরীঘাট হয়ে ক্লে রোড অবৈধ অপসারণ শেষ করেন।
অভিযান চলাকালীন নগরী সাতরাস্তা মোড়ে বেল্লাল হোটেলে অভিযান চালিয়ে ফুটপাট ও অপরিষ্কার এর জন্য ৩ হাজার টাকা, শামীম টি স্টলকে ফুটপাতের জন্য ২ হাজার টাকা, ময়লাপোতার বনানী ফার্নিচারকে ১০ হাজার টাকা, মুন্না মিট শপকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ মিট শপকে ৫ হাজার টাকা, ভাই ভাই মিট শপকে ২৫০০ টাকা, মিথুন মিট শপকে ২৫০০ টাকা, আমতলা মান্নান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া বেশিরভাগ মানুষকে সতর্ক করে অবৈধ ফুটপাতের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ করে দেন। এছাড়া একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর প্রতি আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।