মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || ” দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু’র সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন,থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস,সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন গাজী, যুব কাউন্সিল মুক্তি সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ রবিউল ইসলাম, সফল উদ্যোক্তা মলয় কুমার মন্ডল, আরিফ হোসেন, মোঃ শরিফুল আজম,সুজয় সাহা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের সনদ ও ১১জন কে ৭ লাখ ৯০ হাজার ৮ শত টাকার অপ্রাতিষ্ঠানিক যুব ঋণের চেক বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,সফল উদ্যোক্তা,প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।