তেরখাদা প্রতিনিধি || গত ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার খুলনা জেলার তেরখাদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হাত ধোয়া প্রদর্শনী,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ এর সভাপতিত্বেঅনুষ্ঠিত হয়।সভায় স্বাগত বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার,উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মঞ্জুরুল কবির,উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার অরুফা বেগম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান সহ আরও অনেকে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ।পরে উপজেলা পরিষদের চত্ত্বরে হাত ধোয়া প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।