মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে নিজস্ব জমির স্থাপনা ভাঙ্গতে গিয়ে তৃতীয় পক্ষের মামলায় হাজতবাস করতে হয়েছে ভাঙ্গার সাথে জড়িত জমির প্রকৃত মালিকপক্ষের ৬ জনকে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়,হাজীগ্রাম নিবাসী সাবেক ইউপি সদস্য আঃ ওহাব শেখের পুত্র মোঃ শামীম হোসেন (সেনাবাহিনী সদস্য) দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী মৌজার বিআরএস নং ১৭৮৬ খতিয়ানের ৪৮৪০ দাগের ১৫ শতক জমি ১১/০৯/২০২৪ তারিখে রেজিঃ ১৪৮৫/২৪ নং কবলায় ও পণমূল্য পরিশোধে স্বাক্ষরদানে মালিকানা লাভ করে নামপত্তন করে জমির পুরোনো স্থাপনা অপসারণ করতে শুরু করে।যে জমি দাতা মেঃ শাহিন রহমান জোবেদা খাতুন আরএস ১৭৮৬ তৎপর পৃথক ৯১৬ খতিয়ানে নামপত্তন পূর্বক গত ইং ২৩/০২/২০০৩ তারিখে রেজিঃ ৪৪৭/০৩ নং কবলায় আরএস ৪৮৪০ দাগে শাহিন রহমানের বরাবরে হস্তান্তর করেন।
তৎকালীন ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল শেখ শাহিন রহমানের নিকট থেকে তার ইচ্ছার বিরুদ্ধে চাপ প্রয়োগ করে ৭/১০/২০১৩ ইং তারিখে রেজিঃ দানপত্র দলিল নং ৩৯৪৭/১৩ মূলে গ্রহণ করলেও ১৩০/২০১৬ নং মামলায় দৌলতপুর সহকারী জজ আদালতে দানপত্র বাতিলের মামলায় ২৯/১০/২০২০ তারিখে দলিলটি বাতিল হয়। দানপত্রটি বাতিল হওয়ায় উক্ত শাহিন রহমান ৩ শতক জমির মালিকানা লাভ করেন। ফলে উক্ত ১৫ শতক জমি শাহিন রহমান মোঃ শামিমকে বুঝিয়ে দেন।
উল্লেখ্য শাহিন রহমান জবেদার নিকট থেকে জমি খরিদ ২৩/২/২০০৩ তারিখে। উক্ত জমির অন্য শরিক মোন্তাজ শেখের ওয়ারেশ গণের জিয়া ও মান্নানের নিকট থেকে ১৬/০৯/২০১৩ ইং তারিখে মেজর হাবিবুর রহমান দলিল মূলে খরিদ করেন ১০ শতক। দিঘলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল মোন্তাজ শেখের কন্যা হাওয়া ও আছিয়ার নিকট থেকে ক্রয় করেন ৫.৬ শতক ১৯/০৮/২০১৩ তারিখে ও সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজা সাহেবের নামে মোন্তাজ শেখের অপর কন্যা শিরিনার নিকট থেকে ২৭/০৮/২০১৪ ইং তারিখে দলিল মূলে ক্রয় করা হয় ৬ শতক। যা জমির অংশেও গড়মিল ও দলিলের চৌহদ্দির গড়মিল। শুধু তাই নয় শরিকের জায়গা রেখে সেনা সদস্যের আগে খরিদ করা সামনের জমিতে এসে তার পিতা ওহাব শেখের সাথে ঝামেলা সৃষ্টি করছে। যা সামাজিকভাবে শৃঙ্খলা ভঙ্গের শামিল।
উল্লেখ্য এ ব্যাপারে পূর্ব মালিক শাহিন রহমানকে ইউনিয়ন পরিষদের সালিশী বোর্ডের মাধ্যমে স্কেচ করে দেওয়া নকশাকে উপেক্ষা করে শান্তি ভঙ্গের হেতু কি? অপর দিকে ওহাব শেখ গংদের বিরুদ্ধে করা মামলার বাদী আঃ আহাদের কোন জমির মালিকানা না থাকা সত্বেও বাদীর এ মামলা কার স্বার্থে এটায় বিজ্ঞমহলের জিজ্ঞাসা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।