মোঃ রাজু হাওলাদার, খুলনা || শুক্রবার (০৮ নভেম্বর)বেলা সাড়ে তিনটা পর্যন্ত খুলনা সদর থানাধীন সাতরাস্তা মোড়স্থ বিএমএ ভবনের কাজী আজহারুল মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটি,খুলনা বিভাগের উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক,আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা খুলনা সিটি ল কলেজের ছাত্র হামীম রাহাত এর সভাপতিত্বে (২০০/২১০) অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি খুলনা শিক্ষক অধ্যাপক ইকবাল হোসেন মোড়ল,সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন,খুলনার নজরুল প্রেমী ও গবেষক কবি সৈয়দ আলী হাকিম,জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য অলিক মৃ, সদস্য মোঃ মেসবাহ কামাল মুন্না, সদস্য তানজিল মাহমুদ, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাদির উদ্দিন খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের ছাত্র আল শাহরিয়ার প্রমুখ।
মতবিনিময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন,জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের। রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। যারা আহত কিংবা শহীদ হয়েছেন, তারা এদেশের শাসক হতে চায়নি। তারা দেশের মানুষের খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এতোদিন শাসক ও ব্যবসায়ীরা রাজনীতির কাঠামো নির্ধারণ করেছে, এখন থেকে এই গেইমের নিয়ম আপনারা -আমরা, তথা জনগণ ঠিক করবে এটাই আমাদের নতুন রাজনীতি। মতবিনিময় শেষে জাতীয় নাগরিক থানা, জেলা ও মহানগর পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্যে দিক নির্দেশনা দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।