মোঃ রাজু হাওলাদার, খুলনা || বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ীমী লীগ কখনো মুক্তিযুদ্ধ করেনি। কেননা তারা মুক্তি যুদ্ধে বিশ্বাসী ছিল না। যে মা পাকিস্তানী হানাদান বাহিনীর ভয়ে রাতের আধারে আলো না জ্বেলে রান্না করে সন্তানকে খাইয়ে মাথায় হাত দিয়ে বলেছিলো মুক্তিযুদ্ধে যাও সেই মুত্তিযোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে দেশের এক নম্বর মুক্তিযোদ্ধা। শনিবার সন্ধ্যায় খুলনা শহীদ হাদিস পার্কে মহানগর বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ বাকশাল কায়েম করে এক দলীয় সরকার প্রবর্তন করেছিলো। কিন্তু পরবর্তী ৭ নভেম্বর দেশের জনগণ বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলো। এর মধ্যদিয়ে দেশে আবার বহু দলীয় গণতন্ত্র পদ্ধতি চালু হয়েচিল। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পৃথিবীতে এমন কোন সমাজ নেই যেটা সংস্কার প্রয়োজন হয়না।
তাই আমাদেরও প্রয়োজন আছে। তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কোন কোন সংস্কার অত্যাবশ্যক সেগুলো করতে হবে। নির্বাচন কমিশন সাজাতে হবে। এসব করে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কমিটির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমান কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সৈয়দা নার্গিস আলী, রবিউল ইসলাম রবিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন খুলনা নগর কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।