অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা গুড়িয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের ১০ একর জায়গায় গড়ে ওঠা এসব স্থপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসব জায়গা ক্ষমতার প্রভাবে দীর্ঘ কয়েক বছর দখলে রাখে প্রভাবশালীরা। গত ৫ আগষ্টের পর বন্দর কর্তৃপক্ষ থেকে কয়েক দফা চিঠি দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও জায়গা ছাড়েনি দখলদাররা।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান, উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান, বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারাসহ নৌ বাহিনী ও পুলিশের সদস্যরা।
বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনজিত কুমার বলেন, অভিযানের প্রথম দিনে ৭০’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দর কর্তৃপক্ষের দুই একর জায়গা দখলমুক্ত হলেও আরও ৮ একর জায়গায় রয়েছে আরও ১১৭০ টি অবৈধ স্থাপনা। পর্যায়ক্রমে সেগুলোও উচ্ছেদ করে বন্দরের বেদখল জায়গা উদ্ধার করা হবে।
এর আগে গত ২০০৭ সালে তৎকালীন তত্বাবধায়ক সরকারের আমলেও উচ্ছেদ অভিযান চালিয়ে বন্দরের জায়গা দখলমুক্ত করা হলেও রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে আবারও সে জায়গা দখলে নেয় প্রভাবশালী দখলদাররা। বিভিন্ন সময়ে বার বার অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ নোটিশ করলেও তা আমলে নেয়নি অসাধু দখলদারেরা। পরবর্তীতে বন্দরের সম্পত্তি উদ্ধারে এ উচ্ছেদ অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।