বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটে (১১ নভেম্বর) সোমবার খানজাহান আলী (রহ:) মাজার সংলগ্ন মাঠে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)’র উদ্যোগে ১৪ দফার ১১ম দফা ”ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষে স্থানীয় বিশেষষ্ণ ও নাগরিক সমাজসহ সকল অংশিদারের সমন্বয়ে বিদ্যমান বিদ্যুত ও জ্বালানী নীতি ও পরিকল্পনার অসামঞ্জতা সংশোধনপূর্ক জাতীয় জ্বালানী রূপান্তর নীতিমালা প্রয়েনের” দাবির অংশ হিসেবে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বাগেরহাট এর গ্রীন ইয়ুথ ও রাইজিং ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীমসহ বাগেরহাট জেলার ৪০ জন ইউথ উপস্থিত ছিলেন।
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক( জেটনেট-বিডি) ও তার দেশব্যাপী সদস্য সংগঠনদের উদ্যোগে আয়োজিত হচ্ছে “১৪ দফা, ১৪ দিন; ন্যায্য জ্বালানি রূপান্তর আন্দোলনে যোগ দিন” শীর্ষক ১৪ দিনব্যাপী ক্যাম্পেইন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।