মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনার ডুমুরিয়া উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষন সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ন চন্দ্রকে আদালতে ওঠানো হলে চীফ মেট্টোপলিটন মেজিস্ট্রেড মো: রাকিবুজ্জামান এ আদেশ দেন।
এর আগে দুপুর একটার দিকে তাকে আদালতে ওঠানোর সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দেয়, এক পর্যায়ে সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্রের গায়ে ডিম ছুড়ে মারে। এই মামলার আরেক আসামী ইমরানকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি মাসে তৎকালীন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন করে। পরবর্তীতে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকাকালীন তাকে ফ্লিম্মি স্টাইলে অপহরণ করে এজাজের সঙ্গীরা। এসব ঘটনায় সহযোগিতা করেন সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। গত ৬ অক্টোবর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ন চন্দ্রকে আটক করে বিজিবি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।